জেলসিমিয়াম (GELSIMIUM – 30) এর জাদুকরী শক্তি । অজ্ঞাত উৎসের জ্বর (Pyrexi...
জেলসেমিয়াম-৩০ এর জাদুকরী শক্তি ( G elsimium – 30 Miracle Power) । রোগী বিবর্ণ, ফ্যাকাশে, মালিন চোখ ( Pale eyes )। কৃশতাপ্রাপ্তি ( Emaciated ), হলুদাভ চর্ম ( yellowish skin ), অগ্নিমান্দা বা ক্ষুধামান্দা তৎসহ বমিবমিভাব বা বমনেচ্ছা বা বমনোদ্বেগ ও উৎক্লেদ ( Anorexia with nausea )। হাটতে অক্ষম, বহন করে নিতে হত ( Unable to walk, had to be carried )। রোগীর পূর্ব ইতিহাস ৪ (চার) মাস পূর্বে রোমান্তি বা হামে ( Suffered from measles 4 months before ) ভুগেছে। আরোগ্যের ২ (দুই) সপ্তাহ পর উভয় পায়ে ক্রমশ শক্তি হারিয়ে ফেলে। এরূপ লক্ষণে রোগীতত্ত্ব (CASE) নং- ৪ (চার) -এ সেগাল মেথড বা মাইন্ড টেকনিক । জেলসিমিয়াম-৩০ এর জাদুকরী শক্তি ( G elsimium – 30 Miracle Power) এর মাধ্যমে উক্ত লক্ষণাবলী নির্মূল করেন। এই অসুখে রোগীর আলাপচারিতায় নিম্নলিখিত রুব্রিক (rubric) গুলো আসে। 1- FEAR, falling, of, child holds on to mother. 2 - Wants to remain in one position. Will like to watch the T.V. or remain sleepy. (DISTURBED, averse to being). 3 - Likes to eat things other than the regular ...
Great post! Thank you for sharing this information. It is really useful for us. Get the best Homeopathy For High Blood Pressure. This blog will help those who are looking for medicine For High Blood Pressure.
ReplyDelete