৪নং কেস-----আলোচনা:
 

 
রোগী বলল, আমি সব সময় দুশ্চিন্তায় থাকি আমার এই অসুখ ভাল হবে কি হবে না, যদি ভাল না হয় আমার ছেলে মেয়েদের কি হবে? আমি সব সময় চিন্তা করি কেন এই রোগ থেকে মুক্তি পাচ্ছি না? আমি সাবর্ক্ষনিক ভাবি আমার এই অবস্থার কোন কিছু হবে না, অন্তত আমি কিছুটা মনের শান্তি পেতাম এবং এই অস্বস্তিকর দুশ্চিন্তা থেকে কিছুটা মুক্তি পেতাম?
এখানে রোগী এসেছে শুধুমাত্র মানসিক শান্তি পাওয়ার জন্য।
Rubrics -
MIND - BROODING - disease, over his
MIND - BROODING - condition, over one's
MIND - ANXIETY - children - about his
MIND - REST - desire for
MIND - DWELLS - disappointments, on
Brooding - (গভীরভাবে চিন্তা করা/ধ্যান করা) The act of finding solution of a problem - কোনও সমস্যার সমাধান অনুসন্ধানে করার কাজ। To mature a thought by constantly thinking over it - এটিকে নিয়ে ক্রমাগত চিন্তাভাবনা করে একটি ধারণা পরিপক্ক করা।
Disease - (রোগ/ব্যাধি) - Disorder, want of health in mind and body - বিশৃঙ্খলা, মন ও শরীরের স্বাস্থ্যের প্রয়োজন।
Condition - (অবস্থা/ক্ষেত্র) - State of health: To be in grave condition -
গুরুতর অবস্থা হতে স্বাস্থ্য প‌রি‌স্থি‌তি। A state of health or affair - স্বাস্থ্যের একটি অবস্থা বা বিষয়।
Dwells - (বসবাস/বাস করা) - To live as a permanent resident - স্থায়ী বাসিন্দা হিসাবে বসবাস।
Disappointment - (হতাশা/নিরাশা/আশাভঙ্গ) - Sadness or displeasure caused by the non-fulfillment of one's hopes or expectations - কারও আশা বা প্রত্যাশা পূরণ না হওয়ার কারণে দুঃখ বা অসন্তুষ্টি।
Medicine -
Acid Phos 30 Three doses
সৌজন্যে: Fb Dr. Shekhar Chandra Debnath

 

Comments

Popular posts from this blog

জেলসিমিয়াম (GELSIMIUM – 30) এর জাদুকরী শক্তি । অজ্ঞাত উৎসের জ্বর (Pyrexi...

ঘাড় ব্যথার হোমিও চিকিৎসা | Neck Pain Homeopathic Treatment Bangla