নাকের মাথায় পোকা চলে :
রুগীনী আমার নিকটজন ৷ হঠাৎ ঈদের পরের দিন বলল নাকের ডগার চারিপাশ দিয়ে পোকা ঘুরে বেড়াচেছ ৷ চরম অশস্তি ৷ ঈদের আগে পর পর তিনবার বড় বড় তিনজন চর্ম রোগ বিশেষজ্ঞকে দেখিয়েছেন ৷ বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা করে সকলেই বলেছেন ঐটা মনের ধানদা ঠিক হয়ে যাবে ৷ রুগী এদিকে অস্থির হয়ে যাচেছ সে খবর নাই ৷ তাহলে উপায় কি হবে এবার ? দেখা যায়না , কথা কয়না শুধু জানান দিয়ে যায় যে সে ৷ কোন ল্যাবে কোন মেশিনে ধরবেন ? হ্যা উপায় আছে ৷ যেখানে সকল কিছুর শেষ সেখান থেকে শুরু হয় / বনধুত্বের হাত বাড়ায় হোমিওপ্যাথি ৷ পরিশেষে দুপুর বেলা আসলেন বিষয়টি নিয়ে শেয়ার করার জন্য ৷ আশা দিলাম ইনশাআললাহ সেরে যাবেন ৷ ঐ অদৃশ্যকে গ্রেফতার করবে এবার আমাদের হোমিওপ্যাথি ৷ বের করলার Kent repertory এর Extrimities অধ্যায়ের Formication রুব্রিক- EXTREMITIES – FORMICATION: Puls. (41)
অনেকগুলি মেডিসিন ৷ তার থেকে রুগীকে দেব কি ? জিজ্ঞাসায় আরো তিন চারটি
rubric রুগীর থেকে নিয়ে similarity = pulsatila 0/1 সকাল বিকাল দু মাত্রা ৷
আলহামদুলিললাহ ! কিছুক্ষন আগে ফোনে খবর নিয়ে জানলাম আললাহর রহমতে ৯০% কমে
গেছে ৷ বাঁকী ঔষধ শেষ করতে বললাম ৷ ইনশাআললাহ বাঁকীটাও সেরে যাবে বলে আশা
রাখি৷ সময় লাগলো মাত্র ৪ দিন ৷ এভাবেই হোমিওপ্যাথির উছিলায় বহু ফেরৎ রুগী
সাড়ে এবং ইনশাআললাহ সাড়তেই থাকবে ৷ কারন এ যে প্রাকৃতিক নীতির উপর দাঁড়িয়ে ৷
যাকে শুধু অনুভব করা যায় ৷ দেখা যায়না , ছোঁয়া যায়না , ধরা যায়না পৃথিবীর
কোন বিজ্ঞানে , ল্যাবে বা কোন পদধতির চিকিৎসকের চোখে ও ভাবনায় ৷ সৌসন্যে: আবু
হুরাইরা হোমিও হল নওগাঁ।
৷
Comments
Post a Comment