অন্ডকোষ (Testis) প্রদাহ 

♦ রুগী, পুরুষ । প্রধান সমস্যা অন্ডকোষ প্রদাহ। অন্ডথলি সব সময় ভেজা ভেজা থাকে। এটাকে ঘাম বলা যায় না, moist বলা যায়। তার উপর কিছুটা ফোলা ফোলা অবস্থা। এটি ছিল কষ্টদায়ক লক্ষন। তবে মূল পয়েন্ট নেয়া হয়েছিলো - Grief, turbulent - রোগের কারনে রুগীর কস্টটা তার নিকট নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। মনের ভিতর তোলপাড় সৃষ্টি হয়। এটাকে আমরা সুপার গ্রেড রুব্রিক বলি।
♦ নেট-মি ২০০ দুই মাত্রা সহ ১ মাসের ওষুধ দেয়া হয়। প্রথম কিছুদিন রুগী সুস্থ অনুভব করলে পরে কস্ট বেড়ে যায় কিছুদিন পর। ১ মাস পর সেম ওষুধ এল এম / ৩ দেয়া হয়। ওষুধ চেঞ্জ না করার কারন, নিজের বিবেক, আস্থা আর লক্ষন এর প্রতি অবিচল আস্থা। রুগী ৯৫% আরোগ্য হয়েছে, নতুন কিছু লক্ষনের জন্য হয়ত আর ১-২ মাস চিকিৎসা চালিয়ে যাওয়া হবে। আমি ৯০% সমাধান না পেলে কেস সফল হিসেবে প্রকাশ করি না। এটা সফল কেস, রিকোভার বুঝলে বুঝবেন। রুগী সম্পুর্ণ রোগমুক্ত Testis প্রদাহ হতে।
 
- ইনসাফ হোমিও চিকিৎসালয়

 

Comments

Popular posts from this blog

জেলসিমিয়াম (GELSIMIUM – 30) এর জাদুকরী শক্তি । অজ্ঞাত উৎসের জ্বর (Pyrexi...

ঘাড় ব্যথার হোমিও চিকিৎসা | Neck Pain Homeopathic Treatment Bangla