ARNICA MONTANA
Leopard's Bane/ (ARNICA) / Arn..
Arn (ARNICA)-এর সাধারণ নাম লিওপার্ডস বেন। এই ঔষধটির মাদার টিংচার উদ্ভিদ মূল থেকে সংগ্রহ করা হয় কিন্তু ফুল থেকে সংগ্রহ করা হয় না। কারণ ফুলের মধ্যে অনেক সময় পোকা মাকড়, পোকা মাকড়ের ডিম বা মরা পোকা মাকড় থাকতে পারে। অতএব ইহা থেকে মাদার টিংচার তৈরি করলে উহার ভেষজ ক্রিয়া ক্ষুণ্ণ হতে পারে। এই জন্য শিকড় থেকে তৈরি করাই বিধি শুদ্ধ। এছাড়া ও ফুলে এক প্রকার তৈলাক্ত পদার্থ থাকে যা শিকড়ে থাকে না। আমি আগে জানতাম না, কেন ঔষধটিকে লিওপার্ডস বেন বলা হয়।পরে বুঝতে পারলাম ইহা অত্যন্ত উগ্র প্রকৃতির বিষ। ইহার যথেষ্ট অপব্যবহারে অনেক মানুষের মৃত্যু ঘটেছিল (ক্লিনিক্যাল মেটেরিয়া মেডিকা) - ডা. ই. এ. ফ্যারিংটন।
প্রকৃতিঃ কারণ ভিত্তিক ও লক্ষণ সর্বস্ব।
উৎসঃ উদ্ভিদ
প্রাপ্তিস্থানঃ যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিম অংশে,
মধ্য ইউরোপের শীতলতম স্থানে
ও সাইবেরিয়ায় এই সকল উদ্ভিদ
জন্মে।
কাতরতাঃ ৩য় শ্রেণীর গরমকাতর।
প্রুভারঃ ডা. হানেমান ১৮০৫ সালে তার
জন সঙ্গী নিয়ে প্রথম প্রুভ করেন।
তারপর ডা. জর্গ স্মেলার ও
ভিয়েনার প্রুভিং সোসাইটি প্রুভ
করেন।
পার্শ্বঃ ডানদিকে,বামদিকে,উপরে বাম ও
নিচে ডান পার্শ্বে।
মায়াজমঃ সোরিক,সাইকোটিক,সিফিলিটিক,
টিউবারকুলার।
ব্যবহৃত ধাপঃ একুইট ও ক্রনিক।
ক্রিয়াস্থানঃ মাংসপেশী, রক্ত, রক্তনালী,
কৈশিক নালী, স্নায়ু ও হজম
পথের উপর ক্রিয়া করে।
দর্শণঃ স্নায়ুবিক প্রকৃতির স্ত্রীলোক, হৃষ্টপুষ্
ট রক্ত প্রধান ব্যাক্তি, সতেজ মুখশ্রী
এবং মুখমণ্ডল অত্যন্ত লাল, জ্বিহ্বা
চকচকে,হাসিখুসি চেহারা, মস্তিষ্কে
রক্তাধিক্যের ধাতু, একটুতেই দুর্বল
হয়ে পড়ে।
নির্দেশক / চরিত্রগত লক্ষণ
১. বেদনা, আঘাতজনিত বেদনা এবং
রোগজনিত বেদনা।
২. স্পর্শকাতরতা ও অস্হিরতা
৩. বিছানা শক্ত মনে হয় কিন্তু অন্যান্য কষ্
ট সমন্ধে বলে সে ভাল আছে।
৪. স্বজ্ঞানে প্রলাপ ও আতঙ্ক।
৫. সমস্ত দেহ শীতল কিন্তু মাথা গরম।
মানসিক লক্ষণঃ
১. রোগী কথোপকথন পছন্দ করে না।
২. সর্বাঙ্গে থেঁৎলানো বেদনা বা কেহ তাহাকে
স্পর্শ করে ইহাও চাহে না।
৩. লোক সমাগম চাহে না। বিষণ্ণ, একাকী
থাকিতে ইচ্ছা করে।
৪. যে দুর্ঘটনা হতে সে নিষ্কৃতি লাভ করিয়াছে,
রাতে আবার তাহাই স্বপ্ন দেখে।
৫. আর্নিকার বিকারের রোগী প্রশ্ন জিজ্ঞাসার
পূর্বে বা পরে অজ্ঞান থাকিলেও প্রশ্ন
জিজ্ঞাসার সময় ঠিক উত্তর দেয় (অদ্ভুত
লক্ষন)।
মানসিক একক লক্ষণঃ
১. ANGUISH chill during (তীব্র মানসিক
যন্ত্রনা শীতাবস্থায়) KRP - 3
২. ANGUISH heat during (তীব্র মানসিক
যন্ত্রনা উত্তাপকালে) KRP - 3
৩. FEAR approaching him lest he be
touched (ভয়, তার দিকে আসতে
থাকলে পাছে কেউ তাকে ছোঁয়) KRP -43
৪. INDOLENCE air in open (আলসতা
খোলা বাতাসে) KRP - 56
৫. TALK indisposed to walking in
open air after - ( কথা বলতে ইচ্ছা
করে না খোলা বাতাসে ভ্রমন করার পর)
KRP - 86
৬. UNCONSCIOUSNESS lies as if
dead (অজ্ঞানতা মৃতের ন্যায় পড়ে থাকে)
KRP - 90
কারণ সমূহঃ
১. শারিরীক ও মানসিক আঘাত।
২. যান্ত্রিক আঘাতের কুফল যদিও ব্যথা
কয়েক বছর পূর্বে উপশম হয়েছিল।
৩. ভোঁতা যন্ত্রের সাহায্যে আঘাত।
৪. অতিরিক্ত ইন্দ্রিয় অপব্যবহার।
৫. ক্রোধ, ভয়, দুঃখ।
ইচ্ছাঃ অম্ল, খাবার পানীয়, ভিনেগার,
এলকোহল, এবং ঠাণ্ডা পানি।
অনিচ্ছাঃ দুধ, মাংস এবং ধুমপান।
বৃদ্ধিঃ বিশ্রামে, শয়নকালে, শীত বা
বর্ষাকালে, সকালে, সন্ধায়, রাতে,
ঠাণ্ডায় এবং মদ্যপানে।
উপশমঃ সঞ্চালনে, দীর্ঘ সময় একপাশে
শয়নে এবং খোলা বাতাসে।
সতর্কঃ ঘর্ষণজনিত ছাল উঠে যাওয়া ও
কাটা ক্ষতে এবং টিংচার গরম করে
একেবারেই লাগানো যাবে না (ডা.বোরিক)
বিঃদ্রঃতরুণ অবস্থায় ঘনঘন প্রয়োগ বাঞ্চনীয়
- ডা. মোঃ জুয়েল রানা। আদর্শ হোমিও হল।
মতিরমোড়, কোটালীপাড়া, গোপালগঞ্জ।
মোবাইল নম্বর ------ 01727641525
Comments
Post a Comment