সহজে MIND - DELUSIONS - beautiful - she is beautiful and wants to be রুব্রিককে জানিঃ
DELUSIONS: ভ্রন্তবিশ্বাস বা ভ্রান্তধারণা
Beautiful: সুন্দর
she is beautiful and wants to be: সে সুন্দর এবং সুন্দর হবার জন্য কিছু করবে বা করতে চাইবে। অর্থাৎ, সে সুন্দর হাবার জন্য সব রকম চেষ্টা করবে।
ডাঃ বাবু, আমি আমার এই সৌন্দর্যকে ধরে রাখতে চাই এবং কিভাবে সেটা করা যায় দেখবেন। রোগী নিজেকে সুন্দরী মনে করে। তার সৌন্দর্যটাকে ধরে রাখতে চায়। -Feel23
ডাক্তার, আমার মনে হয় আমি বেশ সুন্দর ; কিন্তু আমার মুখের এ সামান্য দাগ যদি না থাকতো তাহলে আমাকে আরও বেশি সুন্দর দেখাতো। - fb DrAnwar H Biswas
MIND
-
DELUSIONS - beautiful
- she is beautiful and wants to be: stram. (1)
বিঃ দ্রঃ অনুগ্রহ পূর্বক ভুল হলে ক্ষমা করবেন। অন্য আঙ্গিকে জানালে; কৃতজ্ঞ থাকব। -ডাঃ ফারুক, নওগাঁ।
Comments
Post a Comment