IQ পরীক্ষা | রোগীর ভাষ্যে MIND রুব্রিক ও REMEDY সিলেকশন শিখিঃ
কেস-২৫: ডাক্তারঃ আপনার কি সমস্যা বলুন?
রোগীঃ স্বপ্নদোষ। প্রায় প্রতিদিনই; মাঝে মাঝে দু একদিন গ্যাপ যায়। এটা তো শরীরের ক্ষয় রোগ। এভাবে ক্ষয় হতে থাকলে আমিতো একসময় নিঃশেষ হয়ে যাব। আমি ডাক্তারি বই-টই নিয়ে একটু ঘাটা ঘাটি করি।
কেস-২৫ বিশ্লেষণঃ
এভাবে ক্ষয় হতে থাকলে আমিতো একসময় নিঃশেষ হয়ে যাব। অর্থাৎ সে মানে করে তার অবস্থা থেকে সে দিন দিন পাতলা বা ক্ষয় হয়ে যাচ্ছে এবং সে মেডিক্যাল সম্পর্কিত বিষয় নিয়ে ঘাটা ঘাটি করে তার রোগ সম্পর্কে জানতে চায়। –এবিসি ৩/১৩
------------------------------------------
REPERTORIZATION:
বিশ্লেষিত কেস-২৫ কে রেপাটবির রুব্রিকে পরিণত করনঃ
১. এভাবে ক্ষয় হতে থাকলে আমিতো একসম নিঃশেষ হয়ে যাব। অর্থাৎ সে দিন দিন ক্ষয় হয়ে যাচ্ছে। মানে তার অবস্থা থেকে সে দিন দিন পাতলা বা ক্ষয় হয়ে যাচ্ছে: MIND - DELUSIONS, - thin, - is getting: sulph.(1Kent)
২. আমি আমার রো্গ সম্পর্কে জানার জন্য ডাক্তারি বই-টই নিয়ে একটু ঘাটা ঘাটি করি। অর্থাৎ, সে মেডিক্যাল সম্পর্কিত বিষয় নিয়ে ঘাটা ঘাটি করে কারন সে তার রোগ সম্পর্কে জানতে চায়। MIND - READING - desires - medical books; to read : Calc. carc. Nux-v. Puls. staph. sulph.
নির্বাচিত ওষুধ- SULPHUR
বিঃ দ্রঃ অনুগ্রহ পূর্বক ভুল হলে ক্ষমা করবেন। অন্য আঙ্গিকে জানালে; কৃতজ্ঞ থাকব। -ডাঃ ফারুক, নওগাঁ।
Comments
Post a Comment