IQ পরীক্ষা | রোগীর ভাষ্যে MIND রুব্রিক ও REMEDY সিলেকশন শিখিঃ
ডাক্তারঃ আপনার কি সমস্যা বলুন? রোগীঃ আমার এক সপ্তাহ থেকে জ্বর। কোন ঔষধ খাইনি। আমার কাছে এসব জ্বর-টর কোনও রোগের মধ্যে পড়ে না। এজন্য কোনও ডাক্তার দেখাতে হয়! ওষুধ খাইলেও সাত দিন; না খাইলেও সাত দিন। আজও আসতে চাই নি। আমার স্ত্রী আমাকে জোর করে নিয়ে এসেছে। এসব নিয়ে আমি ভাবিনা। হাঃ হাঃ হাঃ!
স্ত্রী বলছেঃ ডাক্তার সাহেব রোগী কারো কথা শোনেনা। ওকে এত করে বলেছিলাম কিন্তু ডাক্তার দেখায়নি। –এবিসি ৩/১১
------------------------------------------
REPERTORIZATION:
১. রোগী বলছে, “জ্বর কোনও রোগের মধ্যে পড়ে! ” অর্থাৎ সে তার রোগটাকে গুরুত্ব দেয়নি। এজন্য MIND - FRIVOLOUS
২. আবার বলছে, “এজন্য কোনও ডাক্তার দেখাতে হয়! ” অর্থাৎ,ডাক্তার না দেখানো বোকামি। কিন্তু সে ডাক্তারের কাছে না গিয়ে বোকার মত সাহস দেখাচ্ছে আর বলছে , “এজন্য কোনও ডাক্তার দেখাতে হয়! ” MIND - AUDACITY
৩. তার স্ত্রী তাকে বার বার বলা সত্বেও সে ডাক্তারের কাছে আসে নি। সে কারো কথা শোনেনা। অন্যের পরামর্শ কে শ্রদ্ধা দেখায়না- MIND – HEEDLESS
৪. ডাক্তার সাহেব আমার স্ত্রী আমাকে জোর করে নিয়ে এসেছে। এসব রোগ নিয়ে আমি ভাবিনা। হাঃ হাঃ হাঃ! –এবিসি ৩/১১ MIND - CHEERFUL - thoughtless
৫. তার সার্বিক কথা বার্তায় বোঝা যাচ্ছে সে বোজাচ্ছে সে বেশ ভালো আছে যদিও সে অসুস্থ- MIND - DELUSIONS - well, he is
নির্বাচিত ওষুধ- ARNICA
বিঃ দ্রঃ অনুগ্রহ পূর্বক ভুল হলে ক্ষমা করবেন। অন্য আঙ্গিকে জানালে; কৃতজ্ঞ থাকব। -ডাঃ ফারুক, নওগাঁ।
Comments
Post a Comment