দেশীয় হোমিওপ্যাথি মাদার টিংচার কোন কোম্পানির ঔষধ ভালঃ এর উত্তরে অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন। আমিও আমার জ্ঞান, অভিজ্ঞতা শেয়ার করে আমার মন্তব্য করেছি। এখন আরেকটু বেশি করে,আরেকটু ব্যাখ্যা করে বলার চেষ্টা করছি। আগে আমাদের জানতে হবে মাদার টিঙ্কচার কি ? হোমিওপ্যাথি ঔষধ তৈরির অনেক গুলো উৎস আছে,তার মধ্যে প্রায় ৯৫% ঔষধ তৈরি হয় বিভিন্ন ধরনের হার্বস্ হতে তৈরি। হার্বস্ বা বিভিন্ন ধরনের গাছ গাছালি হতে হোমিওপ্যাথি ফার্মাকোপিয়ার নিয়ম অনুযায়ী তৈরি প্রথম ঔষধ কে হোমিওপ্যাথির ভাষায় মাদার টিঙ্কচার বলে,যা সাধারণত ইংরেজি Q শব্দ দিয়ে বুঝানো হয়ে থাকে। এরপর অনেকের প্রশ্ন থাকে মাদার টিঙ্কচার হোমিওপ্যাথি ঔষধ কি না ? হাঁ অবশ্যই মাদার টিঙ্কচার হোমিওপ্যাথি ঔষধ,মা ছাড়া যেমন সন্তান হয় না, তেমনি মাদার টিঙ্কচার ছাড়া পোটেন্সি ঔষধ ও তৈরি হয় না, অবশ্য যে সকল ঔষধ হার্বস্ হতে তৈরি সেগুলো। এখন প্রশ্ন আসতে পারে মহাত্মা হ্যানিমান অর্গাননে মাদার টিঙ্কচার ব্যাবহার নিষিদ্ধ করেছেন, তাহলে এখনো কেন এর উৎপাদন এবং ব্যাবহার হচ্ছে ? এর উত্তর আমি আগেও কয়েকবার দিয়েছি, এখনও পুনরায় দিচ্ছি। মহাত্মা হ্যানিমান এর সময় হোম...
Comments
Post a Comment