Zizia
জিজিয়া 
 
তৈরী হয় সুস্ক আদা দিয়া ,
বৈজ্ঞানিক নাম তার জিজিয়া ।
হাজারো ভূল করেছি আমি বহু পাপ হয়েছে জমা ,
যে ভূলের জন্য কাঁদছে কলিজার সন্তান আর প্রিয়তমা ,
যে ভূলের কারনে ভূগছি আমি পাচ্ছিনা ক্ষমা ।
যৈাবনে কিছু নেশাখোর বন্ধু ছিল আমার ,
আড্ডা দিতে তারা সকাল সন্ধ্যা ডাকত বারবার ,
কারন অনেক টাকা ছিল আমার বাবার ,
বহু নেশার কারনে হয়েছে আজ লিভারে আলসার ।
এখন কিছু খেলেই পেট হয় ভারি ,
চলতে পারিনা তাড়াতাড়ি ।
পেট ফাঁপে সঙ্গে মাথা ধরে বুক ব্যাধা করে ,
বমি ভাব হয় এবং বমি কররে একটু সারে ,
সন্ধ্যা হলেই হাঁফানী টা বাড়ে ,
সেই বন্ধুরা গেছে আজ আমাকে ছেড়ে ।
আজ হার্টে ব্লক ধরা পড়েছে ,
কিডনী লিভার নষ্ট হওয়ার পথে উঠেছে ।
এখন বুঝছি আমি ছিলাম বড় মাপের গাধা ,
তাই ডাঃ বলেছে আমাকে নিয়মিত খেতে আদা ।
 
-From fb By- Ck Billa

 

Comments

Popular posts from this blog

জেলসিমিয়াম (GELSIMIUM – 30) এর জাদুকরী শক্তি । অজ্ঞাত উৎসের জ্বর (Pyrexi...

ঘাড় ব্যথার হোমিও চিকিৎসা | Neck Pain Homeopathic Treatment Bangla