এ্যজমা কেসঃ

 

 
 
রোগী বহু বছর পর্যন্ত এজমায় ভুগছিলো। তার সকালে ঘুম থেকে উঠলে হাঁচি পড়তো। শ্বাসকষ্ট হতো। শরীর চুলকাতো। বুঝলাম এলার্জি জনিত এ্যাজমা। কিন্তু একটি বিষয় আমার মন মস্তিস্কে বার বার স্ট্রাইক করছিলো। তা হলো তার চোখগুলো ছোট ছোট দেখাচ্ছে চোখের নিচের পাতার ফোলার কারনে। তাকে আর এপিস প্রয়োগ না করে পারলাম না। সে আরোগ্য লাভ করেছে এ্যাজমা থেকে।

 - ডাঃ ওয়াই এ আরিফ।

Comments

Popular posts from this blog

জেলসিমিয়াম (GELSIMIUM – 30) এর জাদুকরী শক্তি । অজ্ঞাত উৎসের জ্বর (Pyrexi...

ঘাড় ব্যথার হোমিও চিকিৎসা | Neck Pain Homeopathic Treatment Bangla