সি কে ডি (ক্রনিক কিডনি ডিজিজ) কেসঃ

রোগীর কিডনি ড্যামেজ। যার জন্য সপ্তাহে তিনবার ডায়লাইসিস নিতে হয়। বেশ খরচ। তার ক্রিয়েটিনিন মাত্রা ৯.৬০। বেশ দুর্বল। শরীরে ও পেটে পানি আসছে। প্রস্রাব কম। পেটে পানি এসেছে ( এসাইটিস) এর সাথে তার সারা শরীরে চুলকানি। আসলে এই চুলকানি এলার্জি জনিত নয়। বডির টক্সিসিটির জন্য। যেহেতু কিডনি টক্সিন বের করতে পারছেনা। তার চোখের নিচের পাতা ফোলা। পিপাসা কম। তাকে এপিস ০/২ থেকে শুরু করে ০/৮ পর্যন্ত এসেছি। বর্তমানে তাকে ১০ দিন পরপর ১ বার ডায়লাইসিস নিতে হয়। রোগী আর্থিকভাবেও সাস্রয় পাচ্ছে।

-ডাঃ ওয়াই এ আরিফ

Comments

Popular posts from this blog

জেলসিমিয়াম (GELSIMIUM – 30) এর জাদুকরী শক্তি । অজ্ঞাত উৎসের জ্বর (Pyrexi...

ঘাড় ব্যথার হোমিও চিকিৎসা | Neck Pain Homeopathic Treatment Bangla