এপিসের ১ টি দারুন কেস!
এলার্জি কেস-১
রোগীর শরীরে এলার্জি জনিত চুলকানি ও চাকাচাকা হয়ে যায়। বাংলায় যাকে আমবাত ইংরেজিতে আর্টিকেরিয়া আর আধুনিক বিজ্ঞানে এলার্জি বলে।
রোগী প্রায় সাত মাস যাবৎ এমন সমস্যায় ভুগছিলো। সুন্দর মানুষ শরীরে বিশেষ করে পেটে চাকাচাকা হয়ে ফুলে লাল বা গোলাপী হয়ে যেত।
গরমে ও ঠান্ডায় বাড়তো। ঘামলে বাড়তো। ঠান্ডা প্রয়োগে কমে যেত। এভাবে সাতমাস চলছে। রোগী গরম কাতর। তাকে এ লক্ষনগুলোর উপর ভিত্তি করে এপিস মেল ০/২,০/৩ থেকে প্রয়োগ করি। আলহামদুলিল্লাহ রোগী আরোগ্যে।
- ডাঃ ওয়াই এ আরিফ।
Comments
Post a Comment