Leptandra
লেপ্ট্যান্ডা 

অনেকে জানেনা
তাই হয়ত ব্যবহার করেনা ।
পিত্ত জ্বরে করলে লিভারে টাটানী বেদনা ,
এই ঔষধ প্রয়োগে সেই জ্বর পেট ব্যাথা খাকেনা ।
পুরাতন জ্বরে লিভার বিকৃতি হলে
এই ঔষধে উপকার মেলে ।
হয় আলকাতরার মত দূর্গন্ধ মল ,
শরীর হলূদ হয় শরীরে পাইনা বল ।
বেশীর ভাগ হয় পুরাতন পিত্ত জ্বরে
আলকাতরার মত আঠালো পাইখানা করে ।
লিভারের স্থানে করে টাটানী ব্যাথা
রোগী বলে জ্বর আর কাল পাইখানার কথা ,
জ্বিহবা দেখাই কাল বা প্রস্রাব ও হতে পারে কাল
এই লক্ষণযুক্ত রোগীকে এই ঔষধ করে দেয় ভাল ।

From fb By- Ck Billah.

 

Comments

Popular posts from this blog

জেলসিমিয়াম (GELSIMIUM – 30) এর জাদুকরী শক্তি । অজ্ঞাত উৎসের জ্বর (Pyrexi...

ঘাড় ব্যথার হোমিও চিকিৎসা | Neck Pain Homeopathic Treatment Bangla