সহজে সোরা, সিফিলিস ও সাইকোসিস কে চিনুনঃ

হোমিওপ্যাথিক চিকিৎসা মতে তিনটি ধাতুগত দোষ মানব শরীরে বিশেষ রোগ বুঝতে হবে। ইহারা রোগকে ডেকে আনে পুষে পুষে রাখে এবং কোন পীড়া হইলে তাহা সহজে আরোগ্য হতে দেয় না। এই তিনটি ধাতুগত দোষের মধ্যে যে কোন একটি, দুইটি বা তিনটিই শরীরে বিদ্যমান থাকলে অনেক স্থলে সুনির্বাচিত নানাপ্রকার ঔষধ প্রয়োগ করলেও পীড়া আরোগ্য হয় না। কাজেই চিকি




ৎসা কালে সকলের অনুসন্ধান লওয়া আবশ্যক এবং রোগীর শরীরে তিনটি বিষয়ের কোন একটি, দুইটি বা তিনটির সন্ধান পেলে অবিলম্বে সেই দোষ সংশোধন করার জন্য উপযুক্ত ঔষধ প্রয়োগ করিয়া ধাতুগত দোষ সংশোধন করে নিলে পরে সুনিৰ্বাচিত ঔষধ ব্যবস্থা করলে সুফল হয়ে থাকে। তিনটি ধাতুগত দোষ চেনার উপায়-() সোরার চিহ্ন শরীরে চুলকানি, খোস পাঁচড়া, একজিমা ইত্যাদি নানাপ্রকার চর্ম রোগ উৎপন্ন হবার প্রবণতা। () সাইকোসিসের চিহ্ন শরীরে আঁচিলা, মাসাঙ্কুর ইত্যাদি উৎপন্ন হবার প্রবণতা গণোরিয়া বা প্রমেহ রোগের ইতিহাস। () সিফিলিসের চিহ্ন শরীরে নানাপ্রকার চর্মোদ্ভেদ সিফিলিস বা গৰ্ম্মী ইত্যাদি রোগের ইতিহাস থাকে। এই তিনটি ধাতু দোষ সংশোধন করার জন্য হ্যানিমান সোরার জন্য সালফার, সিফিলিসের জন্য মার্কসল সাইকোসিসের জন্য থুজাকে সর্বপ্রধান ঔষধ বলিয়া নির্ণয় করিয়া গিয়ছেন। তবে স্মরণ রাখিতে হইবে যে; এই সমস্ত দোষ সংশোধন করার জন্য কেবল মাত্র যে একমাত্র ঔষধ এমত নহে। লক্ষণ অনুসারে ব্যবহৃত হইতে পারে এইরূপ আরও অনেক ঔষধ মেটিরিয়া মেডিকাতে আছে। সকল ঔষধের মধ্যে উক্ত তিনটি ঔষধই সর্বোৎকৃষ্ট। -ডাঃ ফারুক, নওগাঁ।

 

Comments

Popular posts from this blog

জেলসিমিয়াম (GELSIMIUM – 30) এর জাদুকরী শক্তি । অজ্ঞাত উৎসের জ্বর (Pyrexi...

ঘাড় ব্যথার হোমিও চিকিৎসা | Neck Pain Homeopathic Treatment Bangla