সহজে BARYTA CARBONICA কে চিনুনঃ

 

১. খর্বতা, শাররীক ও মানসিক। ২. ধাতুগত গন্ডমালা দোষ ও টনসিলের বিবৃদ্ধি। ৩. বামপার্শ্বে চেপে শুইলে বৃদ্ধি। ৪. অন্যমনস্ক থাকলে উপশম।

Specially indicated in infancy and old age. This remedy brings aid to scrofulous (গন্ডমালা ধাতুদোষগ্রস্ত) children, especially if they are backward mentally and physically, are dwarfish (খর্বাকার), do not grow and develop, have scrofulous ophthalmia (চোখে গন্ডমাল দোষজনিত প্রদাহ), swollen abdomen, take cold easily, and then always have swollen tonsils. Persons subject to quinsy which is prone (প্রবণতা) to suppurate (যে সকল ব্যক্তির গলক্ষত দেখা যায় ও তা পেকে যায়); gums bleed easily. Diseases of old men when degenerative (loss of function) changes begin (বৃদ্ধ ব্যক্তিদের রোগ যে বয়সে তাদের শারীরিক ক্ষয় দেখা দেয়,);-cardiac vascular and cerebral (হৃদপিন্ড ও মস্তিষ্কের ক্ষয়);-who have hypertrophied prostate (যাদের প্রস্ট্রেট গ্রন্থির বিবৃদ্ধি দেখা দেয়) or indurated testes (অন্ডদ্বয়ের কঠিনতা দেখা দেয়), very sensitive to cold, offensive foot-sweats, very weak and weary (ক্লান্ত), must sit or lie down or lean on something (কিছুর উপর হেলান দিতে হয়). Very averse to meeting strangers [COMPANY - aversion to - strangers, aversion to the presence of: Bar-c. (24)]. Often useful in the dyspepsias of the young who have masturbated and who suffer from seminal emissions (শুক্রক্ষয় রোগ), together with cardiac irritability (হৃদপিন্ডের উত্তেজনা) and palpitation (হৃদকম্প). Affects glandular structures (শরীরের গ্রন্থি), and useful in general degenerative changes, especially in coats of arteries, aneurism, and senility (বিশেষ করে ধমনীর অভ্যন্তরের স্তর, ধমনীর অর্বুদ ও বার্ধক্যজনিত অসুস্থতা). Baryta is a cardio-vascular poison acting on the muscular coats of heart and vessels (ব্যারাইটা এই ঔষধটি কার্ডিও ভাসকিউলার পয়জন হিসাবে পরিচিত, সাধারণত ঔষধটি হৃদপিন্ড ও রক্তবহানলীর পেশী স্তরের উপর কাজ করে।). Arterial fibrosis (রক্তবহানলীর অর্বুদ). Blood-vessels soften and degenerate, become distended (প্রসারণ), and aneurisms, ruptures (ফেটে যাওয়া), and apoplexies result (উদ্ভুত সন্নস রোগ).

Mind.--Loss of memory, mental weakness. Irresolute. Lost confidence in himself. Senile dementia. Confusion. Bashful. Aversion to strangers. Childish; grief over trifles.

Modalities.--Worse, while thinking of symptoms; from washing; lying on painful side. Better, walking in open air.

-ডাঃ ফারুক, নওগাঁ।

 

Comments

Popular posts from this blog

জেলসিমিয়াম (GELSIMIUM – 30) এর জাদুকরী শক্তি । অজ্ঞাত উৎসের জ্বর (Pyrexi...

ঘাড় ব্যথার হোমিও চিকিৎসা | Neck Pain Homeopathic Treatment Bangla